| স্মৃতির বয়াম |
#একটিঘোষণা
------ ময়ূখ রঞ্জন ঘোষ
যবে থেকে টের পেলাম যে আমার চারপাশের সুপারহিরোরা আসলে সব্বাই কাল্পনিক আর বুড়ির চুলে কোন বৃদ্ধার চুল ছিল না আর একটাকার পেপ্সিটা ড্রেনের জলের বদলে মাছের বরফ দিয়ে বানানো হতো, ততক্ষণে অনেকটা বড় হয়ে গেছি। একা একা প্লেনে করে অনেকটা দূরে যেতে শিখে গেছি, পকেটমানির সমান টাকা একদিনে খরচা করতে পারার সুযোগ পেয়ে গেছি।
যবে থেকে উপলব্ধি করলাম আমার বুক পকেটে আর ফাউন্টেন পেনের দাগ লাগে না, হাঁটু ফুটবল খেলতে গিয়ে ছোড়ে যায় না, ব্যাট করা নিয়ে কোনদিন কারো সাথে ঝগড়া বাঁধে না, আমি টাইম মেশিন খুঁজতে শুরু করলাম একটা৷ ওই খোঁজ আজ ও চলছে৷ কিন্তু এর মাঝে না না দৃশ্য, ছবি, আমাদের বেড়ে ওঠার দস্তাবেজগুলো জমতে শুরু করলো। টাইম মেশিন পেলে ও, ওই পাহাড় পরিমাণ স্মৃতি তো স্রেফ Memory Jar এই আঁটবে।
Memory Jar এর বাংলা হয়? বারান্দায় বসে ভাবতে ভাবতে মাথায় এলো, স্মৃতির বয়াম। ওই জাদুর বয়ামগুলোতে আজকাল কেউ কিছু রাখে? রুপকথার গল্পে ছিল, অনেক স্মৃতি অনেক অনেক দশক ধরে জমিয়ে রাখা যায় ওতে । দিদার বানানো আচার, মোরোব্বা, নারু, প্রেমিকার চিঠি, বন্ধুর সাথে প্রথম সিগারেট, বাবার হাতে প্রথম মার খাওয়া, মায়ের হাতে রান্না করা রোববারের মাংস আর জন্মদিনের পায়েস!
আমরা যারা রুপকথায় আজ ও বিশ্বাসী, আমরা যারা ম্যাজিকে আস্থা রাখি, আমরা যারা অরণ্যদেব থেকে হিজিবিজবিজের নম্বর রাখি মোবাইলে, এই পেজটা তাদের জন্য।
আমি নিজেকে পরিচয় দিই Nostalgist বলে, নস্টালবিলাশী। এটাকেই পেশা করতে চেয়েছিলাম। সে তো অমলকান্তি ও রোদ্দুর হতে চেয়েছিল। সে যাক গে!
ইতিমধ্যে অনেকেই আমার আমন্ত্রণ পেয়েছেন এই স্মৃতির বয়াম পেজটি লাইক, ফলো এবং শেয়ার করার জন্যে। প্লিজ করবেন। এটা আমি না, নস্টালজিয়ার দোহাই দিয়ে বললাম। পেজটিতে স্মৃতির ভিডিও, ৯০'এর মুহুর্ত, টেলিভিশন সিরিয়ালের ক্লিপ, বিজ্ঞাপন, অন্যের লেখা, হারিয়ে যাওয়া শিল্পীর আঁকা, সাক্ষাৎকার দিয়ে ভরিয়ে দেওয়া হবে। প্যান্ডোরার বাক্স, ক্যালাইডোস্কোপ, ওপেন টি বায়োস্কোপ ঠেসে ঢুকিয়ে দিলাম এই পেজে। চোখ রাখুন।
কাজের মাঝে এখানে ও সময় দেবো। স্মৃতি থেকে হিজিবিজি লিখে যাবো। মনখারাপের বিকেলে আজ ও কেউ গলা সাধে? চিলেকোঠায় আজ ও কেউ দুপুরবেলা সত্যজিৎ রায় পড়ে? আজ ও কেউ ৭৮তম বার সোনার কেল্লা দেখে? আজ ও কেউ পাপাঙ্গুলকে মনে রেখেছে? এই পেজটা তবে আপনার জন্যে।
ভালো থাকবেন। স্মৃতির বয়াম থেকে যা মন চায় নিয়ে শেয়ার করতে থাকবেন। ভালোবাসা রেখে যাবেন বয়ামে। ❤
------ ময়ূখ রঞ্জন ঘোষ
Admin, Smritir Bawyaam- স্মৃতির বয়াম
LIKE & FOLLOW THIS PAGE
https://www.facebook.com/Smritir-Bawyaam-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE-111278730565470/
No comments:
Post a Comment