কবির কদর নেই জীবদ্দশায়, কবির কবর দেয়া হয় না।
থাকলে,এপিটাফ কদর দিত/কোন নিষিদ্ধ প্রেমিকার মতো।

mayukh speaks

My photo
kolkata, west bengal, India
A media professional and a wanderer by passion. Blogger and social observer. loves to watch world films and hear different music genre.

Sunday, May 31, 2020

ধর্মের দোহাই দিয়ে অশিক্ষাকে তোল্লাই দেবেন না, এতে মুসলমানদেরই পিছিয়ে দিচ্ছেন

.| ধর্মের দোহাই দিয়ে অশিক্ষাকে তোল্লাই দেবেন না, এতে মুসলমানদেরই পিছিয়ে দিচ্ছেন |

---- ময়ূখ রঞ্জন ঘোষ 

এই ভিডিওটা আজকের। মানে শুক্কুরবারের। মানে লকডাউন উপেক্ষা করে মুর্শিদাবাদের কান্দি মহকুমা অন্তর্গত বড়ঞাঁ থানা এলাকায় একশোর উপরে মানুষ জড়ো হওয়ার। মানে অশিক্ষার। মানে এটা বিশ্বাস করা এবং করানোর যে প্রার্থনা করলে কোরোনা মহামারী থেকে বাঁচা যাবে। 

এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে একদল ফের ঝাপিয়ে পরবে পাল্টা কিছু ভিডিও দেখিয়ে ব্যালেন্স করানোর। এটা বোঝানোর যে ইসলামের সাথে এর কোন জোগ নেই। সত্যিই নেই। কোন ধর্ম কি অশিক্ষিত হয়ে থাকতে বলে? এতোটা গোঁড়া হয়ে থাকতে বলে? বলেনা। তাই মক্কা মদিনা ও বন্ধ। নামাজ পড়তে মসজিদমুখো হলেই তাই কাতার এ এক লক্ষ টাকা জরিমানা হচ্ছে। সৌদি রাজ পরিবারের প্রায় ১৫০জন কোরোনাতে আক্রান্ত। ইসলাম তো একে সমর্থন করছে না। তা হলে কি মৌলবাদ আর গোঁড়ামিকে সমর্থন দেওয়া হয়ে যাচ্ছে না?

আজকাল তবলীগ মৌলবাদী আর সুইসাইড বোম্বারের সাথে তুলনা করলেই অনেকে তেলে বেগুনে জ্বলে, অমুক সময় বলেন নি তো, তমুক সময় কোথায় ছিলেন, ইসলামোফোবিক শালা ইত্যাদি বলে দিচ্ছেন কিন্তু আবার বললাম, ভয়ে ভয়ে বললাম, ড্যানিয়েল পার্ল যেভাবে মরেছিল সেরকম পরিনতি হতে পারে ভেবে ও বললাম, ধর্মের দোহাই দিয়ে অশিক্ষাকে তোল্লাই দেবেন না, এতে ওই সম্প্রদায়কেই পিছিয়ে দিচ্ছেন। এতে আপনার ভোট বাড়ছে, কিন্তু সমাজ প্রাগৈতিহাসিকই থেকে যাবে। একটা সৈয়দ আহমেদ, একটা রামমোহন, একটা বিদ্যাসাগর আসুক। ভুলকে ভুল না বলতে পারলে আর কিসের মুক্ত হাওয়া! 

©----- ময়ূখ রঞ্জন ঘোষ

No comments:

Post a Comment