| ড্রাইভার মুসলিম, ওলা রাইড ক্যানসেল করে দিই, জেহাদিকে টাকা দিতে চাইনি: বিশ্ব হিন্দু পরিষদ চিন্তাবিদ |
----- ময়ূখ রঞ্জন ঘোষ
এখনো ভাবছেন বড়ে গুলাম আলি খান আর ভীমসেন যোশীর ভারতে দাঙ্গা কেন হয়? এখনো ভাবছেন ভারতবর্ষ ক্রমশ পাকিস্তানের মত কেন দেখতে হয়ে যাচ্ছে?
এখনো ভাবছেন যেখানে বিসমিল্লার সানাই বাজে হিন্দু বিয়েতে, যেখানে ঈদের নামাজের আগে মাইক বাঁধে হিন্দু ছেলে, যেখানে দেবীর মূর্তি বানায় গফুর চাচা, যেখানে মহরমের মিছিল পাহারা দেয় পৈতেধারী- সেখানে ঘৃণার পাহাড় কেন?
অভিষেক মিশ্র নিজেকে VHP Thinker, Social media manager বলেন। Verified Twitter account আছে।
১২ হাজার লোকের মধ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারমন, রেল মন্ত্রী পিয়ুশ গোয়েল , ক্রীড়া মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর, সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা, পেট্রোলিয়াম মন্ত্রী ধরমেন্দ্র প্রধান ও একে ফলো করেন। ফেসবুকে দেশের প্রধানমন্ত্রীর সাথে কভার পিকচার।
ইনি গর্বিত ওলা রাইড ক্যানসেল করায়। ড্রাইভার মুসলিম ছিল নিজেই লিখেছেন। সাথে ScreenShot।
ধর্ষনের রাজনীতি করা ঠিক নয়, দাঙ্গার রাজনীতি করা ঠিক নয়, কিন্তু রাজনীতিটা অর্থাৎ Politics টা কোথা থেকে Polluted Tricks এ বদলে যাচ্ছে সেটা নিয়ে কথা বলতে হবেই। জানাতে হবেই এ ধরনের খবরগুলো নয়তো স্বপ্নের ভারতবর্ষ জুরে কেবল একটি ধর্ম, একটি ভাষা, একটি সংস্কৃতি, একটি রাজা থেকে যাবে। বধ্যভূমির মত।
প্রচার করুন। ঘেন্না করুন। সতর্ক হোন।
©------ময়ূখ রঞ্জন ঘোষ
No comments:
Post a Comment