| ২৬/১১র নিষিদ্ধ দশ প্রশ্ন যার জবাব চাইতে নেই |
----- ময়ূখ রঞ্জন ঘোষ
৯/১১র যারা ফন্দি এঁটেছিল তারা এখন সবাই মৃত। বিন লাদেনের ঘরে ঢুকে মার্কিনী সেনা তাকে শেষ করে দিয়ে এসেছে। ফ্রান্স এর বিস্ফারণ, সন্ত্রাস হানা যারা সংগঠিত করেছিল, তারা ও নিহত। সিরিয়া তে ঢুকে বোমা মেরে এসেছে ফ্রান্স। কিন্তু আমাদের ২৬/১১র মূল চক্রী হাফিস সইদ রাজার বেশে জেল থেকে বেড়িয়ে সমাবেশ করছে, লখভী সুস্থ জীবনযাপন করছে, ডেভিড কোলেম্যান হেডলি আমেরিকার জেলে বার্গার চেবোচ্ছে। আর আমরা ফি বছর মোম জ্বালাছি। রাগ কে শান্তনা দিচ্ছি, সামনের বছর সরকার ঠিক এদের ধরতে পারবে। ঠিক ফাঁসি হবে। আসলে কি সদিচ্ছার অভাব? এমন কিছু আছে কি যা আড়াল করতে হয়? না হলে রাষ্ট্র নগ্ন হয়ে যেতে পারে?
বই, দস্তাবেজ, খবরের কাগজ, নিউজ রিপোর্ট আর সম্প্রতি আনন্দবাজারে নাট্যকার সংগ্রাম গুহের কিছু জরুরি প্রশ্ন এখানে লিখছি। এর উত্তর কেউ দেয়নি। দিতে গিয়েও কি একটা আটকে দিয়েছে। কেউ বিষয় বদল করে দিয়েছে, কেউ ঠান্ডা গলায় বলেছে: রেহেনে দো না সাহাব। কিউ খুজলা রহে হো মুরদে কো।
১). এক জন পুরুষ এবং সালোয়ার কামিজের ওপর বোরখা ঢাকা এক মহিলা কামা হাসপাতাল আক্রমণ করে। কিন্তু খাবাদ হাউসে জঙ্গি আক্রমণ প্রতিহত করার পর এনএসজি কমান্ডোরা যে দেহগুলিকে বার করে আনে, তার মধ্যে রাব্বি হোলজৎবারগের স্ত্রী রিভকা ছাড়া কোনও মহিলার দেহ ছিল না।রহস্যময়ী মহিলাটি কোথায়? কেন আরটিআই করেও তার কোন উত্তর পাওয়া যায় না?
২). হেমন্ত কারকারের উদ্ধার করা স্বামী দয়ানন্দের ল্যাপটপ টা কই? যেখানে মালেগাঁও আক্রমনের অনেক তথ্য মজুদ ছিল, ছবি ছিল, অডিও টেপ ছিল, নেতাদের নাম ছিল। কোন আলমারিতে সংরক্ষিত ওই ল্যাপটপ?
৩). তাজ-ট্রাইডেন্ট–এর পাশাপাশি হেমন্ত কারকারেও কি অন্যতম টার্গেট ছিল?না সন্ত্রাসবাদী হামলার মাঝে অন্য একটা প্যারালাল থ্রিলার চলেছিল? একটা মর্মান্তিক গল্প?বলে রাখা ভালো, ময়নাতদন্তে কারকারের গায়ে যে বুলেট পাওয়া যায় তা ৯ এমএম বুলেট, যা ভারতীয় পুলিশ ব্যবহার করে।
৪). এটিএস প্রধান হেমন্ত কারকারেকে কে ডেকেছিল? আক্রমণের দিন যখন হেমন্ত কারকারে পুলিশের সদর দফতরে, একটার পর একটা আক্রমণের খবর আসছে, সে সময় ওই রকম অভিজ্ঞ এক জন পুলিশ অফিসার কীসের জন্য একটা নির্দিষ্ট ফোন পেয়ে কামা হাসপাতালের দিকে ছুটে গিয়েছিলেন ? যখন কামা হাসপাতালে আক্রমণ হয়েছে, এ রকম কোনও খবরই কিন্তু মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে আসেনি।
৫). কাসাব রা এসেছিল একটা ছোট নৌকো করে। ইন্টারন্যাশনাল ওয়াটার পেড়িয়ে প্রায় এক রাত নৌকা চালিয়ে। কোন ভারতীয় নৌসেনার টহলদারি ছিল না সে রাতেই? না ছিল কিন্তু বলা ছিল ছাড় দিতে?
৬). যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞ এনএসজি-র ২৯৫ জন মেরিন কমান্ডোর একটানা ৩৬ ঘণ্টা সময় লেগেছিল চারজন জঙ্গিকে কব্জা করতে। মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ১০০ বছরের পুরনো তাজ হোটেলের যাবতীয় ম্যাপ, যেটা সঠিক ভাবে পাওয়া যাচ্ছিল না। অথচ সেই ম্যাপ জঙ্গিদের কাছে (যা ল্যাপটপে সেভ করা ছিল) পৌঁছে গেল কী ভাবে? যার জন্য তারা প্রতিটি লুকনো করিডর-দরজার হদিশ আগে থেকেই জেনে গিয়েছিল?
৭). ধরে নিলাম ছ'জন মোট জঙ্গি ছিল। কিন্তু এত কিলো বিস্ফোরক, কার্তুজ, শেল, ম্যাগাজিন, বন্দুক, ব্যারেটা কয়েকটা পিঠের ব্যাগে এঁটে গেল? না আগেই ৯৩' বিস্ফারণের মত ভীতর থেকেই ব্যাবস্থা করা ছিল। কোন ভাই ব্যাবস্থা করেছিল?
৮). শোনা যায় কাছাকাছি সময় মুম্বাই পুলিশ আর একটা এনকাউন্টার চালিয়েছিল। তার পাঞ্চনামা কোথায়? কতজন মারা গেছিল তার হিসেব কোথায়?
৯). প্রত্যক্ষদর্শীদের আড়াল করতে এত ব্যস্ততা কেন ছিল? প্রত্যক্ষদর্শী অনিতা উদ্দাইয়াকে তড়িঘড়ি আমেরিকা পাঠিয়ে দেওয়া হয় কেন? সে এখন কোথায়? কোন প্রোগ্রামে তাকে দেখা যায় না কেন? মোসের’ ন্যানি সান্দ্রা স্যামুয়েল ও আর মুখ খোলেনা কেন?
১০). সে রাতে কার কার কাছে এসেছিল +৯২৩০২ আইএসডি কোডের পাকিস্তানি নম্বর থেকে কল? কেন তড়িঘড়ি কিছু লোককে নম্বর চেঞ্জ করতে হয়? পুলিশ কে কেন নির্দিষ্ট কিছু অডিও টেপ সরিয়ে রাখতে হয়?
ইজরায়েলী গুপ্তচর সংস্থা মোজাদ একটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল ভারতকে। তাতে কি ছিল তা সামনে আনা যায়? সেই রিপোর্ট নিয়ে কোন নেতা কথা বলে না কেন?
উত্তর আসবে না। আর একটা ২৬/১১ আসবে। মোম জ্বলবে। হাফিস সইদ হুংকার দেবে। রাষ্ট্র প্রধান আশ্বাস দেবে বদলা নেওয়ার, আরো অস্ত্র বিক্রিবাটা হবে আরবসাগরপারে। ফেলুদা ভ্রু কুঁচকে সমুদ্রের দিকে তাকিয়ে বলবে: পুলিশকর্তা কার ফোন পেয়ে বুলেটপ্রুফ জ্যাকেট না পড়ে দৌড়লো? চারজন অত কিলো বিস্ফোরক আর অস্ত্র নিয়ে এতটা পথ এল কি করে? মগনলাল মেঘরাজরা কি দেশের বাইরে থেকে ফন্দি আঁটছে না তার কোন চ্যালা দেশের মধ্যেও আছে? "ভালো লাগছে না রে তোপসে। ভালো লাগছে না”।
©----- ময়ূখ রঞ্জন ঘোষ
তথ্যসূত্র ও কৃতজ্ঞতাস্বীকার: সংগ্রাম গুহ, আনন্দবাজার পত্রিকা, টাইমস নাও, হুসেন জায়েদি,ক্যাথি স্কট ক্লার্ক, ইন্ডিয়ান এক্সপ্রেস
No comments:
Post a Comment