| ব্যর্থতা |
---- ময়ূখ রঞ্জন ঘোষ
খুব সাধারণ কিছু গল্প লিখতে চেয়েছিলাম ।পেটরোগা কেরানি, লাথখাওয়া ভলেন্টারি রিটায়ার্ড, হেগো রুগীর। কিন্তু কিছুতেই মধ্যবিত্ত ডায়েরি লেখা হয় না। রাগ হয়। মন ভালো করতে করন জোহারের ফিলিম দেখি। চিকনা সবকিছু। গু ও। এরমধ্যে আমাদের ঘামের গন্ধ নেই। লেখাও কিছু নেই। কিন্তু দেখে যাই। গোগ্রাসে গিলে যাই।
একদিন সব বদলে যাবে। যাবেই। হাই ড্রেনের সামনে বমি করতে করতে কবি আবার লিখবে, সেলুলয়েড এর রিল মাথায় দিয়ে ঘুমাবে সিনেমাওয়ালা। সকাল হলে সব বদলে যাবে। একটা সূর্য উঠবে খুব সাধারণ। সারাদিন সাধারণ কিছু মানুষ সুপারহিরো সাজবে প্যান্টের ওপর জাঙিয়া না পড়ে। ম্যাজিক হবে সেই রাতে। তখন সব্বাই ঘুমিয়ে। আমি ছাদ থেকে সবটা দেখবো।
নবারুণ ও আমার শ্রেষ্ঠ গল্পকার। ঋত্বিক বখাটে ছবিকার। বিক্ষুব্ধ সময় মুজরো করতে হবে কিনা জিগ্যেস করতো ওরা। আমরা তো দাবীদাওয়াও জিগ্যেস করতে চমকাই। যদি রাষ্ট্র ঘুম থেকে উঠে জেলে পুরে দেয়।
নবারুণ ফ্যাতারু বা বোকাচোদা কোন টাই হওয়া হল না। মানিব্যাগে বাবা লোকনাথ, বউ এর ছবি ও অনুশোচনা নিয়ে শোকসভা যাই আসুন।
©---- ময়ূখ রঞ্জন ঘোষ
No comments:
Post a Comment