| সব চিনার কাল্পনিক |
ভেবে নিতে হবে একটা রাত/
রাত এর পিঠে রাত।
বুলেট এর শব্দ মাখা যে রাত/
দেহ গুলো বহন করে আনে।
ভেবে নিতে হবে একটা রাত/
রাত এর পিঠে রাত।
বুলেট এর শব্দ মাখা যে রাত/
দেহ গুলো বহন করে আনে।
এসব রাতেই ঝিলাম নদীর পার ভেঙে/
জন্ম নেয় জরুরি ক্ষত, প্রান্তিক অভিমান এর।
রাত এর পিঠে রাত চেপে লাশ, ঘরের দিকে ফেরে। দরজায় অপেক্ষারত আধ-বিধবা কিছু মা।
কবর খুঁজে খবর মেলে দ্রহের।
ভেবে নিতে হবে একটা গল্প।
রুপকথার গল্প, যেখানে চিনার এর গায়ে রক্ত মাখা নেই। উপত্যকার পুঞ্জিভূত রাগ যেখানে জন্ম দেয় সন্তুর।
এসো সেই উপত্যকার খবর নিই।
শীতের সন্ধেবেলা চলো চিনার গাছ পেরিয়ে/
বরফ ভেজা আলপথ ধরে এগিয়ে যাই।
ওখানেই আজ জমায়েত আছে নাকি।
নতুন দেশের। নতুন চিনার গাছের।
------ময়ূখ রঞ্জন ঘোষ
জন্ম নেয় জরুরি ক্ষত, প্রান্তিক অভিমান এর।
রাত এর পিঠে রাত চেপে লাশ, ঘরের দিকে ফেরে। দরজায় অপেক্ষারত আধ-বিধবা কিছু মা।
কবর খুঁজে খবর মেলে দ্রহের।
ভেবে নিতে হবে একটা গল্প।
রুপকথার গল্প, যেখানে চিনার এর গায়ে রক্ত মাখা নেই। উপত্যকার পুঞ্জিভূত রাগ যেখানে জন্ম দেয় সন্তুর।
এসো সেই উপত্যকার খবর নিই।
শীতের সন্ধেবেলা চলো চিনার গাছ পেরিয়ে/
বরফ ভেজা আলপথ ধরে এগিয়ে যাই।
ওখানেই আজ জমায়েত আছে নাকি।
নতুন দেশের। নতুন চিনার গাছের।
------ময়ূখ রঞ্জন ঘোষ
No comments:
Post a Comment