এটা ভুল যে স্বার্থপরের মতো, ফের প্রেমে পরেছিলাম আমি /
আমার সব নষ্টামির কারন ছিলে তুমি।
আমার সব নষ্টামির কারন ছিলে তুমি।
এটা সত্যি, যে ফাঁকা বিকেলগুলোয় বদলে গেছিলাম আমি/
রাতে ঘরে ফিরে আসার অভিমান, কবেই বা করেছিলে তুমি। |
------ময়ূখ রঞ্জন ঘোষ
রাতে ঘরে ফিরে আসার অভিমান, কবেই বা করেছিলে তুমি। |
------ময়ূখ রঞ্জন ঘোষ
No comments:
Post a Comment