কবির কদর নেই জীবদ্দশায়, কবির কবর দেয়া হয় না।
থাকলে,এপিটাফ কদর দিত/কোন নিষিদ্ধ প্রেমিকার মতো।

mayukh speaks

My photo
kolkata, west bengal, India
A media professional and a wanderer by passion. Blogger and social observer. loves to watch world films and hear different music genre.

Thursday, June 16, 2016

| মেঘের দেশের ডাইরি |

১||
মেঘের দেশে মেঘবালিকা কই?
রঙ বেরঙের ছাতার ফাঁকে লুকিয়ে আছে সব,
এক আধজনের সাথে দেখা যদিও হয়/
তারা অবশ্য মেঘ বালিকা নয়।
২||
খাদের ধারে জঙলা যে সব ঘাস,
তারা আবার মেঘ ধরতে জানে/
ঝুপ করে সন্ধ্যা নামার মতো,
চশমাতে সব বৃষ্টি ফোঁটা নামে।
৩||
মেঘবালিকা তুই, ওদের নাকি আদর করে ডাকিস?
রোজ রোজ তাই ঝমঝমালেও দারুন মজায় থাকিস?
৪||
একটানা বৃষ্টি আমার ভাল্লাগেনা, দুর ছাই ওদের থামতে বলনা।
৫||
বৃষ্টিতে চোখ ঝাপসা আমার,
দূরে দাঁড়িয়ে মেঘ বালিকা/
দেখা যাচ্ছে কই?
ধ্যাত, জয় গোস্বামীর লেখার মত মেঘ বালিকা কই?
৬||
রাস্তা গুলো রাত্রে ভিজে থাক,
নিঝুম রাতে বৃষ্টি কথা কও/
মেঘবালিকা দিনের ক্লান্তি ঝেড়ে,
আধো ঘুমে মেঘের দেশে যাও।
৭||
মেঘবালিকারা কি পুলিশবাজার থাকে?
টেবিল পেতে বর্ষাতি বেচে রোজ?
লালচে গাল আর ছোট্ট চোখের মাঝে/
জারি থাকুক মেঘবালিকার খোঁজ।
৮||
আজ সর্দি না হয় হোক,
বর্ষাতি ফেলে এক আকাশ ভিজবো চল/
পাহাড়গুলো ঘাপটি মেরে শীতকাতুরে,
এমন শ্রাবণ সন্ধ্যাবেলা সঙ্গে পেলে/
আজ রাত্তির আমার ঠোঁটে আসবি বল।।
-----ময়ূখ রঞ্জন ঘোষ

No comments:

Post a Comment