কবির কদর নেই জীবদ্দশায়, কবির কবর দেয়া হয় না।
থাকলে,এপিটাফ কদর দিত/কোন নিষিদ্ধ প্রেমিকার মতো।

mayukh speaks

My photo
kolkata, west bengal, India
A media professional and a wanderer by passion. Blogger and social observer. loves to watch world films and hear different music genre.

Tuesday, May 31, 2016

| কবি |


কবির কদর ছিল না,
তার কবিতার খাতা আধময়লা ওর জামাটার মতোই ।
সেখানেই হিজিবিজি কাটা হত/
রাতে একটা লেখা লিখে ফেলতে হত।
রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে।
ট্রেন তখন থেমেছিল/
ভিড়ের মধ্যে একটা হাত।
বেরিয়ে যাবার আগে তার হাত চেপে ধরলো,
যেরকম ভালো লাগে,
কাউকে শক্ত করে চেপে রাখতে বুকে ।
হাত গুনতে যে পারেনা, হাত গুটিয়ে নিতে সে পারেনি ।
আজ ট্রেনে কাটা পরলে জানবে না বাড়ির লোক,
সে সুখে, সোহাগে মারা গেছে ।
কবির কদর নেই জীবদ্দশায়,
কবির কবর দেয়া হয় না।
থাকলে,
কদর এপিটাফ দিত/
কোন নিষিদ্ধ প্রেমিকার মতো।

-----ময়ূখ রঞ্জন ঘোষ

No comments:

Post a Comment