| ছায়া মানুষ |
আমাদের চারপাশে চড়া আলো জ্বলে দিন রাত। নিওন আলো, ত্রিফলা, টিউবললাইট। এর মাঝে ছায়া যেসব পরে দেওয়ালে, খাটে, ছাদের কোনে, বাসের ভীড়ে, দাম্পত্যজীবনের বারান্দায় সেগুলো প্রায় সবই আমাদের চেনা।
আদর বোঝাই দিদা ঠাকুমার প্রাচীন ছায়া, ঘুম এসে যায় গাছের ছায়া, মাথায় হাত বোলানো মায়ের ছায়া, জাপ্টে ধরে প্রেমের ছায়া, কাঁধে হাত রাখা বাবার ছায়া, আলতো স্নেহের বোনের ছায়া।
এর সমস্ত ছায়ার মাঝে একটা ছায়া নিঁখোজ--- দাদুর ছায়া। আজ সাত বছর হল। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষনা দিয়েই চলেছি দাদুর ছায়ার খোঁজে।
যে ছায়া ডাকনাম ধরে ডাকতো, যে ছায়া হাত বুলিয়ে দিত পিঠে, যে ছায়া আপিস ফেরত লজেন্স নিয়ে ঢুকতো, প্রায় সমস্ত কিছুতে মুচকি হেসে প্রশয় দিত।
দারুন ব্যস্ত রাজপথে, ভীড়ে ঠাসা মেট্রোয়, নতুন কেনা গাড়ির পিছনের সিটে, আইফোনের পৃথিবীতে হাজার ওয়াটের জৌলুশ এর মাঝে এই ছায়া মানুষ, আপনাদের জীবনে এই ছায়া মানুষদের দেখতে পেলে জানাবেন।
ব্যস্ত জীবনের ওঠা পরায় ছায়া মানুষগুলো ঘরের এক কোনে সেঁধিয়ে যায় বা বৃদ্ধাশ্রম এ বাগান সাজায়। দাদুর ছায়া বাড়ির দেওয়ালে, খাটে, ছাদের কোনে, জানালার গ্রিলে লেগে ছিল। সাত বছর হল নিখোঁজ।
এদের ছায়াতেই তো আগামীর পথ চলা। এই ছায়া গুলো যতদিন মাথায় আছে, এদের জড়িয়ে ধরুন।
---- ময়ূখ রঞ্জন ঘোষ
No comments:
Post a Comment