যে বামুনের ছেলে দুবেলা ভাত খেতে পারেনা, শ্রমের বিনিময় খিস্তি খায় বিপিএল কার্ড চেয়ে, সে কি দলিত নয়?
যে তপশীলি ছেলেটির বাবা কেন্দ্রীয় সরকারের চাকরি করে, ঘুষ খায়, সরকারি আবাসনে থাকে, সে ও দলিত তবে?
যে সংখ্যালঘু পরিবার, সেই পাড়াতে সংখ্যাগুরুদের হুমকি খেয়ে পাড়ার একটা দোকান কোনক্রমে চালায়, সে দলিত নয়?
দলিত কি শুধুই ভোট? পেট এ লাথি খাওয়া, পুলিস এর কাছে খিস্তি খাওয়া, বস্তার, কালাহান্ডি তে প্রচন্ড রাগ এ ফেটে পরা যুবক নয়?
মণিপুর এর মেয়েটি যাকে রোজ কাপড় খুলে প্রমান করতে হয় সে মানব বোমা নয়, সে ও ভারতীয়, সে দলিত নয়?
রোদ-জল-বন্যা তে দু মুঠো চালের খোঁজে লড়াই করা "প্রজাতন্ত্র থেকে কিচ্ছু টি না পাওয়া" সমস্ত প্রজাই তো পদ-দলিত।
প্রজাতান্ত্রিক এই দেশ এ অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণ এর লড়াই। চাই। চিৎকার টা দরকারি হয়ে পরে ব্রাহ্মণ্যবাদ ও দলিতবাদ থেকে মনুষ্যবাদ এর লড়াই লড়তে।
কেউ যদি বেশি খায়, খাওয়ার হিসেব নাও,
কেন না অনেক লোক ভালো করে খায় না।
No comments:
Post a Comment